Showing posts with label slider. Show all posts
Showing posts with label slider. Show all posts

Saturday, January 18, 2020

অস্পষ্ট আবেদন


অস্পষ্ট কিছুটা আধো-আলোয়,
একাকী নিরব তুমি নিস্তব্ধতায়।

হয়ত তোমার মনে পরে-
সেই পুরনো সময়!
যেখানে ছিলে-
সাজানো তুমি স্বপ্নময়!!


কিছুটা সেই-
দিনগুলো ভুলতে কষ্ট হয়!
বা সর্বদাই,
ব্যথিত তুমি অব্যক্ত বেদনায়!!

তবে ভুলে সব-
ছিল যত রাগ, ক্ষত,
হয়ত শত অভিমান!
স্বপ্নে বাচাই হবে-

সুসমিত শ্রেয় আত্মমান।

Friday, December 7, 2018

Therefore-অতএব

এই সুরভিত জোৎস্নায় 
আধার অচিরে হারায় 
খুব কি ভাল - খুব 
একাকী থাকা যায় 

প্রাপ্তি শেষ না হতেই  আড়ালে
কি করে হারালে 
স্বেচ্ছায় অন্যত্র-সহজে জড়ালে 

ঐ স্বপ্ন নিছক বেদনার
একাকী  তোমার স্মৃতি 
নীরবে পুরোনো ছবি 
যত্ন নেওয়ার বাহানায় 
কল্পনায়-হুম-কল্পনায় 
বসে গোদুলীর আলো-ছায়ায়

দুবাহুর অগ্র থেকে অন্ত 
শীর্ষ বিন্দু - শেষ প্রান্ত 
ক্লান্ত আমি শ্রান্ত 

আভা আলোয় আমি 
আক্ষেপ ঝেড়ে ফেলি 
বাস্তবতার হাতে তালি

নিঃশেষে বিয়োজন
ফলাফল শূন্য
অতএব-
অতএব তুমি ধন্য


This is the melodious gesture
reservoir soon loses
Very well - too much
To be lonely

Stay away from the receipt
How to lose
Voluntarily elsewhere - easily involved

Those dreams are merely pain
Your memories alone
Silent old pictures
Caregivers
Imagine-Hum-Imagine
Seated light and shade

The end of the dungeon
Top point - end point
Tired I'm tired

I am in the light
Sorry to shout
Catch the reality

Nicely disposed
Results zero
Therefore,
Therefore you are blessed

Waiting for-অপেক্ষায়



অল্প করে স্বপ্ন গুলো
বড়ই যত্ন নিয়ে রেখে দেয়া
আছে আমার হৃদয় আঙিনায়

একটি চিঠি বাতাসে উড়ালে
দিন শেষে আলো ফুরালে- ও
খুঁজে কি পাওয়া যায়
আমার ঠিকানায় --?

প্রাপ্তি যার আশায়
সে বসে অবেলা অপেক্ষায়
আসবে বলে উত্তরগুলি
চিঠির খামে বন্ধ করি

না পেয়ে সেই কথারই-মালা
দুয়ারে খিল খোলা
রেখে আজও অপেক্ষায়
দোয়াতের কালি শুকায়

ভাবিয়া বেকুল, না করেই ভুল
এ যে বোকামি
হয়না প্রাপ্ত মাশুল
শেষ বেলায় তোমার অপেক্ষায়

Related image

Little dreams
Carefully keep it aside
There is my heart in the courtyard

A letter flew in the air
At the end of the day the light is full
Find out what is available
At my address -?

In the hope of receiving it
He is waiting for a while
The answers will come
Let's close the letter envelope

Not getting the word - Mala
Open the door open
Looking forward to leaving today
Drying ink dry

Think bacul, Without mistakes
That folly at
Not available fees
Waiting for you at the end

Thursday, December 6, 2018

Grief-আক্ষেপ

উদারতায় উৎকৃষ্ট
এ চয়ন -
তোমারি পনে সৃষ্ট

বাকমিষ্টতার দৃষ্টতা
নিজ হস্তে করেছেন স্রষ্টা

হাল না ছাড়ার চেষ্টা
করছি এই অভ্যেসটা

যদি নাই হও সখ্য
তবে কি দিবো প্রেমেরই যজ্ঞ

Related image

Superlative Excellent
Choose in -
Made of yours

Intelligence Interpretation
The creator made his own hands

Try not to leave
I am doing this habitat

If not, then please
But what love is the sacrifice of love

Saturday, December 1, 2018

Feeling-অনুভুতি

খন্ডীত কথপোকথন, অল্প চাহনি
একটু হাসি
এই সম্বল, তোমাকে ভালবাসি।

হয়ত ভাবছো তুমি হায়
এ কি অবাক কান্ড, এ কি করে হয়?

কোন সম্মুখ সাক্ষাত নয়,
নেই কোন অল্প চলার স্মৃতি।
এ কেমন ভালবাসা, এ কি তবে মিথ্যে নয়?

আমি মুচকি হেসে বলতে চাই-
স্বপ্ন গুল ছিন্ন-বিছিন্ন,
একত্রিত হতে সময় নেয়।

যা বলছি তা মিথ্যে নয়
ভালবাসা এমনই যে, অনুভুতির মুল্য দেয়।।


Clandestine conversation, little sight
A little smile

This stuff, love you.

Maybe you think you are okay
What is the surprise, what happens?

No front-
Not a little running memory.
This is love, is not it false?

I want to smile and smile.
Dreams are torn apart,
It takes time to get together.

What I say is not a lie
Love is such that it gives value to feelings.

Thursday, November 29, 2018

Guess-অভিব্যাক্তি


চশমার ফ্রেম ভেদ করে,
হারিয়েছি ওই চোখের নীড়ে।
তবে লিখছিনা-
 প্রেম পদ্য, তোমায় ঘিরে।

ভাবছিনা আমি আর 
যা হবে, তা হবার,
হচ্ছিনা তোমার পর।

যাচ্ছিনা আমি কোথাও,
যদিও বা তুমি হারাতে চাও। 

ছাড়ছিনা কোন স্বপ্ন ,
বাঁধছিনা কোন ঘর-
এমন কিছু চাইনা আমি,
যে আঙ্গুল তুলবে পর। 

Wednesday, November 28, 2018

Perception-উপলব্ধি



নিজেকে আড়াল করেছো কি
নাকি চাওনা হই বিমোহিত

চোখ দুটো রেখেছো কাঁচে রুদ্ধ
হিজাবে করেছো চুলগুলো বদ্ধ

ঐযে,
সাদা ড্রেস যেটি পরে কলেজ যাও
আমি যে মুগ্ধ-
তুমি কি তা জানতে চাও

ভাবলেশ ভাবুকের দলে নই আমি
যে সারাদিন ভাববো তুমি আর তুমি

সময় যায়না , ধরেছে বায়না
তোমার ওই কণ্ঠ ছাড়া-
আর কিছু শুনতে চায় না

নিজ চরণে চেয়ে দেখেছো কি কভু বালিকা
কত ধুলো বালি-
কত ঝড় বৃস্টি
তবুও রয়েছে স্থির, কেড়েছে দৃস্টি।




Do you hide yourself?
Or do not want to be seduced
The eyes are kept closed in the glass
Hijab made the hair closed

Hey,
The white dress which is later to the college
I'm fascinated by that-
Do you want to know

I am not in the team of thinking
The whole day you think you and you

Time does not take place, it has caught
Without your voice,
I do not want to hear anything

Do you see yourself as a young girl?
How much dust sand-
How many storm velvet
Yet there is a fixed, screwed lookout.

Tuesday, November 27, 2018

Thinking-ভাবনা

তোমার ঐ কুড়েঘর
বাঁধতে গিয়ে করোনা আমায় পর
অল্প ছায়ায় ,স্মৃতির মায়ায়

থাকতে চাইনা-
তোমাকে না পাওয়ার বেদনায়

কথাগুলো অল্প বলে,
গল্প করতে চাইনা
স্বপ্ন গুলো ভাঙার ভয়ে
স্থিরতা নেই না।

Image result for thinking of you poem

Sunday, November 25, 2018

Rugged-অগোছালো


আমি আজ ছন্নছাড়া
হয়তো ভিন্নধারা

হৃদস্পন্দন বইছে
নিজস্য দাঁড়ায় ছুটছে

স্পষ্ট কিছু কথা
আজ খুব অস্পষ্ট লাগছে

অগোছালো কথা গুলো
খুব বলতে ইচ্ছে করছে

Related image

অস্পষ্ট আবেদন

অস্পষ্ট কিছুটা আধো-আলোয়, একাকী নিরব তুমি নিস্তব্ধতায়। হয়ত তোমার মনে পরে- সেই পুরনো সময়! যেখানে ছিলে- সাজানো তুমি স্বপ্নময়!! ...