Wednesday, November 28, 2018

Perception-উপলব্ধি



নিজেকে আড়াল করেছো কি
নাকি চাওনা হই বিমোহিত

চোখ দুটো রেখেছো কাঁচে রুদ্ধ
হিজাবে করেছো চুলগুলো বদ্ধ

ঐযে,
সাদা ড্রেস যেটি পরে কলেজ যাও
আমি যে মুগ্ধ-
তুমি কি তা জানতে চাও

ভাবলেশ ভাবুকের দলে নই আমি
যে সারাদিন ভাববো তুমি আর তুমি

সময় যায়না , ধরেছে বায়না
তোমার ওই কণ্ঠ ছাড়া-
আর কিছু শুনতে চায় না

নিজ চরণে চেয়ে দেখেছো কি কভু বালিকা
কত ধুলো বালি-
কত ঝড় বৃস্টি
তবুও রয়েছে স্থির, কেড়েছে দৃস্টি।




Do you hide yourself?
Or do not want to be seduced
The eyes are kept closed in the glass
Hijab made the hair closed

Hey,
The white dress which is later to the college
I'm fascinated by that-
Do you want to know

I am not in the team of thinking
The whole day you think you and you

Time does not take place, it has caught
Without your voice,
I do not want to hear anything

Do you see yourself as a young girl?
How much dust sand-
How many storm velvet
Yet there is a fixed, screwed lookout.

2 comments:

অস্পষ্ট আবেদন

অস্পষ্ট কিছুটা আধো-আলোয়, একাকী নিরব তুমি নিস্তব্ধতায়। হয়ত তোমার মনে পরে- সেই পুরনো সময়! যেখানে ছিলে- সাজানো তুমি স্বপ্নময়!! ...