Saturday, December 1, 2018

Feeling-অনুভুতি

খন্ডীত কথপোকথন, অল্প চাহনি
একটু হাসি
এই সম্বল, তোমাকে ভালবাসি।

হয়ত ভাবছো তুমি হায়
এ কি অবাক কান্ড, এ কি করে হয়?

কোন সম্মুখ সাক্ষাত নয়,
নেই কোন অল্প চলার স্মৃতি।
এ কেমন ভালবাসা, এ কি তবে মিথ্যে নয়?

আমি মুচকি হেসে বলতে চাই-
স্বপ্ন গুল ছিন্ন-বিছিন্ন,
একত্রিত হতে সময় নেয়।

যা বলছি তা মিথ্যে নয়
ভালবাসা এমনই যে, অনুভুতির মুল্য দেয়।।


Clandestine conversation, little sight
A little smile

This stuff, love you.

Maybe you think you are okay
What is the surprise, what happens?

No front-
Not a little running memory.
This is love, is not it false?

I want to smile and smile.
Dreams are torn apart,
It takes time to get together.

What I say is not a lie
Love is such that it gives value to feelings.

No comments:

Post a Comment

অস্পষ্ট আবেদন

অস্পষ্ট কিছুটা আধো-আলোয়, একাকী নিরব তুমি নিস্তব্ধতায়। হয়ত তোমার মনে পরে- সেই পুরনো সময়! যেখানে ছিলে- সাজানো তুমি স্বপ্নময়!! ...