Saturday, January 18, 2020

অস্পষ্ট আবেদন


অস্পষ্ট কিছুটা আধো-আলোয়,
একাকী নিরব তুমি নিস্তব্ধতায়।

হয়ত তোমার মনে পরে-
সেই পুরনো সময়!
যেখানে ছিলে-
সাজানো তুমি স্বপ্নময়!!


কিছুটা সেই-
দিনগুলো ভুলতে কষ্ট হয়!
বা সর্বদাই,
ব্যথিত তুমি অব্যক্ত বেদনায়!!

তবে ভুলে সব-
ছিল যত রাগ, ক্ষত,
হয়ত শত অভিমান!
স্বপ্নে বাচাই হবে-

সুসমিত শ্রেয় আত্মমান।

অস্পষ্ট আবেদন

অস্পষ্ট কিছুটা আধো-আলোয়, একাকী নিরব তুমি নিস্তব্ধতায়। হয়ত তোমার মনে পরে- সেই পুরনো সময়! যেখানে ছিলে- সাজানো তুমি স্বপ্নময়!! ...